ওয়েবডেস্কের প্রতিবেদন:
আজ সারাদিন ধরে নদীয়া জেলার রানাঘাট ২ নং ব্লকের আঁইশমালী জিপি তে সিপিআই(এম) এর উদ্যোগে জনজীবনের ১৬ দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হল.....
★ আয়করের আওতার বাইরের সব পরিবারকে মাসে ন্যূনতম ৭,৫০০ টাকা অন্ততঃ ৬ মাস দিতে হবে ।
★ সবাইকে অন্ততঃ ১০ কেজি খাদ্যশস্য অন্ততঃ ৬ মাস দিতে হবে।
★ GDP র ন্যূনতম ৩% জনস্বাস্থ্য খাতে বরাদ্দ করতে হবে সহ ১৬ দফা দাবীতে।
২০-২৬ আগস্ট'২০ CPI(M) এর ডাকে দেশজোড়া প্রতিবাদ সপ্তাহের প্রচারের সমর্থনে CPI(M) রানাঘাট পুর্ব ১ এরিয়া কমিটির উদ্যোগে আঁইশমালী জিপিতে বিক্ষোভ কর্মসূচী।
শেয়ার করুন