কোভিড সংক্রান্ত বিধিনিষেধের কারনে মাত্র পাঁচজনের প্রতিনিধি দলকেই মাননীয় রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়।
সারা দেশের কুড়িটিরও বেশি রাজনৈতিক দল বর্তমানে কৃষকদের ঐতিহাসিক সংগ্রামের প্রতি নিজেদের সমর্থন জানিয়ে পশ্চাদপদ তিনটি কৃষি আইন এবং সংশোধিত বিদ্যুৎ আইন বাতিল করার দাবী জানিয়েছে।
পাঁচজনের প্রতিনিধি দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া স্মারকলিপির বয়ান এখানে তুলে ধরা হল।
(বয়ানটি সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির দপ্তর থেকে জারী করা হয়)
মাননীয় রাষ্ট্রপতি মহাশয়,
বহু রাজ্যে বর্তমানে রাজ্য সরকার পরিচালনাকারী দলগুলিসহ সারা দেশে কুড়িটিরও বেশি বিভিন্ন রাজনৈতিক দল ভারতীয় কৃষকসমাজের ঐতিহাসিক সংগ্রামের প্রতি সংহতি এবং তাদের আহ্বানে গতকাল ৮ই ডিসেম্বরের ভারত বনধে অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করে পশ্চাদপদ তিনটি কৃষি আইন এবং সংশোধিত বিদ্যুৎ আইন বাতিল করার দাবী জানিয়েছে।
কোন বিধিবদ্ধ আলোচনা কিংবা মতদানের সুযোগ না দিয়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে সংসদে নয়া কৃষি আইনসমূহকে পাশ করিয়ে নেওয়া হয়েছে। এই আইনসমূহ ভারতের খাদ্য নিরাপত্তার জন্য বিপদসংকেত। এতে দেশীয় কৃষিব্যবস্থা ও কৃষকসমাজ উভয়েই ধ্বংস হবে। এই আইনসমূহের প্রণোদনে কৃষিজাত ফসলে ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থার ভিত্তিই নষ্ট হয়ে যাবে এবং কৃষিপণ্য বানিজ্যের গোটা দেশীয় বাজারসহ বহুজাতিক এবং দেশীয় কর্পোরেট সংস্থার হাতে দেশের কৃষিব্যবস্থাকেই বন্ধকী হিসাবে তুলে দেওয়া হবে।
আপনার কাছে আমাদের আবেদন, ভারতের সংবিধানের বিধিবদ্ধ তত্ত্বাবধায়ক হিসাবে আপনার অনুমতিসাপেক্ষে কার্যকর কেন্দ্রীয় সরকারকে একগুঁয়েমি পরিহার করার পরামর্শ দিন যাতে সরকার ভারতের অন্নদাতাদের দাবীসমূহ মেনে নেয়।
ধন্যবাদ জ্ঞাপনে,
রাহুল গান্ধী, ভারতীয় জাতীয় কংগ্রেস
শরদ পাওয়ার, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি
সীতারাম ইয়েচুরি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
ডি রাজা, ভারতের কমিউনিস্ট পার্টি
টি কে এস ইলানগোভান, দ্রাবিড় মুন্নেত্র কজগম
শেয়ার করুন