প্রধানমন্ত্রী
বিষয় – জাতীয় শিক্ষানীতি ২০২০-তে “সংরক্ষন”-এর অনুল্লেখ
এই চিঠির দ্বারা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চেয়ে আমি জানাতে চাই যখন আপনার সরকারের তরফে সংসদে জাতীয় শিক্ষানীতি -২০২০’র প্রাথমিক প্রস্তাবনা করা হয়েছিল তখনই সিপিআই(এম)’র পক্ষ থেকে বহুবিধ কারনে সেই নীতির বিরোধিতা করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে সংসদের কোনোরকম অনুমতি ব্যাতিরেখেই সেই শিক্ষানীতির প্রয়োগ করা শুরু হয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে যাদের মতামত গুরুত্বপূর্ণ যেমন রাজ্য সরকারগুলি (কারন শিক্ষা কেন্দ্র-রাজ্য যৌথ তালিকার অন্তর্ভুক্ত বিষয়), ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীবৃন্দ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্পূর্ণরুপে উপেক্ষা করেই দেশের বিভিন্ন জায়গায় ছোট-বড় আকারে প্রয়োগ করা হচ্ছে। এর ফলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন শিক্ষানীতিতে প্রস্তাবিত ভারতের শিক্ষাব্যাবস্থার যে রূপরেখা দেওয়া হয়েছে তা নিয়ে সবআর মধ্যেই এক গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আমি এই চিঠিতে সংশ্লিষ্ট ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিষয়ে আপনাকে অবহিত করতে চাইছি যার কারনে বিশেষ করে সিডিউল্ড কাস্ট, সিডিউল ট্রাইব, অন্যান্য পিছিয়ে পড়া জনজাতিসমুহ এবং প্রতিবন্ধকতার শিকার হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে ঘোরতর উদ্বেগ তৈরি হয়েছে। গোটা শিক্ষানীতির কোথাও একটিবারের জন্যও ছাত্র-ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে কিংবা শিক্ষন-অশিক্ষন পদে চাকরিপ্রার্থীদের জন্য “সংরক্ষন” শব্দটির উল্লেখটুকুও করা হয় নি। এতে বেশিরভাগের মনেই ধারণা জন্মেছে যে এই অনুল্লেখ নিশ্চিতভাবেই ইচ্ছাকৃত। অনেক দশকের লড়াই – আন্দোলনের ফলে দেশের শিক্ষাব্যাবস্থায় সমতা, ন্যায্যতা এবং শিক্ষার প্রসারে যতটুকু এগোন হয়েছিল তাকে এধরণের সিদ্ধান্তে রুদ্ধ করা হবে বলেই সবার অভিমত।
এই অবস্থায় কয়েকটি প্রশ্নের জবাবে আমি আপনার তরফে স্পষ্ট এবং নির্দিষ্ট প্রত্যুত্তর প্রত্যাশা করছি। জাতীয় শিক্ষানিতি-২০২০’র প্রয়োগে কি এস সি, এস টি, ও বি সি এবং প্রতিবন্ধীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষনের নীতিসমূহকে অকার্যকর করা হচ্ছে? যদি তা না হয়, তবে আপনি স্পষ্ট করে জানান জাতীয় শিক্ষানীতি-২০২০’র কোথাও সংরক্ষনের উল্লেখ করা হয় নি কেন?
আপনার জ্ঞাতার্থে
সীতারাম ইয়েচুরি
সাধারণ সম্পাদক
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
শেয়ার করুন