PB Statement

গাজার জন্য নীরবতা – ইসরায়েলের বিরুদ্ধে ডিজিটাল প্রতিবাদে শামিল হোন

৫ জুলাই,২০২৫

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিটব্যুরোর বিবৃতি

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) 'সাইলেন্স ফর গাজা' বা ‘গাজার জন্য নীরবতা’ নামে বিশ্বব্যাপী আহ্বানকে সমর্থন জানাচ্ছে। এই কর্মসূচিতে প্রতিদিন রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত আধঘণ্টার জন্য মোবাইল ফোন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে, যা গাজার মানুষের প্রতি সংহতির একটি প্রতীকী ও শক্তিশালী কর্মসূচি।

রাষ্ট্রসঙ্ঘের সদ্য প্রকাশিত একটি রিপোর্ট – "From Economy of Occupation to Economy of Genocide" – দেখিয়েছে কিভাবে বহু বহুজাতিক কর্পোরেশন গাজায় ইসরায়েলের আগ্রাসনে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। এই কর্পোরেশনগুলির ঘৃণ্য তৎপরতা প্রকাশ্যে আনতে হবে এবং তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

এই কর্পোরেশনগুলি আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে মুনাফা করে, অথচ এই লাভই তারা ব্যবহার করে গণহত্যা ও বর্ণবৈষম্যমূলক শাসনকে মদত দিতে। তাই প্রতিদিন নির্ধারিত সময়ে মোবাইল ফোন বন্ধ রাখা কেবল প্রতীকী নয়, এটি এক ধরনের ডিজিটাল প্রতিবাদ, যা নজরদারিভিত্তিক পুঁজিবাদের বিরুদ্ধে একপ্রকার আঘাত – যা ইসরায়েলের গণহত্যার অর্থনৈতিক জোগানকে চ্যালেঞ্জ করে।

সিপিআই(এম) সারা দেশের মানুষকে এই ডিজিটাল প্রতিরোধে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে, এই বার্তাটি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে: প্রতিবাদের সময় আপনার মোবাইল ফোন বন্ধ রাখুন এবং কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকুন।

বিশ্বব্যাপী ‘সাইলেন্স ফর গাজা’ আন্দোলনে অংশ নিয়ে, সিপিআই(এম) প্যালেস্তাইনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছে এবং ইসরায়েল যে নির্মম, গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছে। এই সম্মিলিত নীরবতা হোক অপরাধের অংশীদার হওয়ার স্পষ্ট প্রত্যাখ্যান, এবং যুদ্ধাপরাধের বিরুদ্ধে যেসব কণ্ঠস্বর উঠে আসছে, তাদের নিস্তব্ধ করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে এক বলিষ্ঠ ঘোষণা। যুদ্ধাপরাধের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ কখনোই স্তব্ধ হবে না।


শেয়ার করুন

উত্তর দিন