শেয়ার করুন
জে এন ইউ আক্রান্ত...
অখিল ভারতীয় ছাত্র পরিষদের ছাত্ররা রাতের অন্ধকারে মুখে কাপড় বেঁধে বর্বরোচিত আক্রমণ চালালো জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অধ্যাপক- অধ্যাপিকাদের ওপর। এই আক্রমণে গুরুতর ভাবে আক্রান্ত হয়েছেন এস এফ আই এর ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ, আক্রান্ত হয়েছে অধ্যাপিকা সুচরিতা সেন,অধ্যাপক অমিত থোরাট। হোস্টেলের বাইরে গুরুতর ভাবে জখম হয়েছেন এস এফ আই কর্মী সুরী, তার মাথা হাত ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা।তাকে এখন Aiims এর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।