ওয়েবডেস্কের নিবেদন:
বুধবার রাজ্যজুড়ে চলা রাজ্য বামফ্রন্টের আহ্বানে ,ডেপুটেশন কর্মসূচিতে শামিল হয়েছিল মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের বামপন্থী নেতৃত্ব ও কর্মীরা।
মুর্শিদাবাদ জেলায় গত ২৪ জুন লক ডাউন বিধি মেনে ৬ দফা দাবিকে সামনে রেখে ব্লক অফিসে অবস্থানের ডাক দিয়েছিল জেলা বামফ্রন্ট। দাবি গুলি হল:
১. সরকারী উদ্যোগে করোনা টেস্টের ব্যবস্থা জোরদার করতে হবে।
২. সরকারী উদ্যোগের কোয়ারান্টইন ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩ . অবিলম্বে ব্যাপকভাবে ১০০ দিনের কাজ শুরু করতে হবে।
৪. তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করতে হবে। এবং কৃষিতে ব্যবহৃত বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে।
৫. করোনা চিকিৎসা করার জন্য অন্যান্য রোগের চিকিৎসা থেকে মানুষকে বঞ্চিত করা চলবে না।
৬. জেলা প্রশাসন কে অবিলম্বে সর্বদলীয় সভা ডাকতে হবে।
মূলত এই ৬ টি দাবি সামনে রেখে জলঙ্গি ব্লকে ডেপুটেশন দিতে গেলে পুলিশ তাদের প্রথমে বাধা দেয় আর তাতেই শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। পরে বামপন্থী কর্মী ও সমর্থকদের পক্ষ থেকে পুলিশের বাধা সরিয়ে কার্যত পুলিশকে ঠেলে শরীয়ে বিডিও অফিসের ভিতরে ঢুকে , সরকারের বিরুদ্ধে একাধিক দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন জমা করেন জলঙ্গি ব্লকের বিডিও কৌস্তব কান্তি দাসকে। বিডিও কে হুঁশিয়ারি দেওয়া হয়, কাজ না হলে আবার আগামী ১৬ তারিখ একই ভাবে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে।
দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ এদিন বামপন্থী দের আন্দোলনের সাথে মিলিত হয়ে উগরে দিলেন সাধারণ মানুষ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) প্রাক্তন বিধায়ক ইউণুস সরকার সহ ও জেলা বামফ্রন্টের নেতৃত্ব।
শেয়ার করুন