এমন উত্তাল বিক্ষোভের তরঙ্গ শেষ কবে দেখা গেছে কেউ মনে করতে পারছেন না। কেউ ছয়ের দশকের ছাত্র আন্দোলনের কথা বলছেন, কেউ ম্যাকনামারাকে বিক্ষোভ প্রদর্শনের প্রসঙ্গ টানছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বিকালে কলকাতায় পা রাখা মাত্র এমনই বিক্ষোভের তরঙ্গ উঠেছে। কলকাতার মূল রাস্তাগুলি স্তব্ধ করে দিয়ে বিক্ষোভকারীরা কালো পতাকা হাতে বিক্ষোভ দেখিয়েছেন। শুধু কলকাতা নয়, রাজ্যের প্রতিটি জেলায় মিছিল, অবরোধে ‘গো ব্যাক মোদী’ ধ্বনিত হয়েছে। রক্তকে টগবগ করে ফুটিয়ে তোলার মতো নতুন নতুন স্লোগান নিয়ে এই বিক্ষোভগুলিতে কার্যত নেতৃত্ব দিয়েছেন ছাত্রযুবরাই। রবিবারও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই বিক্ষোভ চলবে বলে জানা গেছে। রবিবার সকালেই ধর্মতলায় জমায়েত করবেন বিক্ষোভকারীরা।
শেয়ার করুন