PB Statement

সার্বজনীন গণ টীকাকরণের জন্য

২০ এপ্রিল,মঙ্গলবার,২০২১

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

একটি সার্বজনীন গণ টীকাকরণ প্রকল্পের প্রয়োজন
এই ভয়াবহ স্বাস্থ্য সঙ্কটের থেকে মুক্তির জন্য

গতকাল ঘোষিত নতুন ভ্যাকসিন নীতিটি আবারও কেন্দ্রীয় সরকার যে বিশাল স্বাস্থ্য সঙ্কট তৈরি করেছে তার থেকে নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলার প্রয়াস।রাজ্য সরকারগুলোর ওপরে গোটা দায়িত্ব ঠেলে দেওয়ার চেষ্টা এখানে স্পষ্ট।

এই নীতিটা ভ্যাকসিন বিক্রিতে উদারীকরণ ও মূল্য বিনিয়ন্ত্রণ করলেও সরবরাহ সুনিশ্চিত করতে পারেনি। কেন্দ্রের সরকার এক বছরেও পর্যাপ্ত ও প্রয়োজনীয় ভ্যাকসিনের সরবরাহের ব্যবস্থা কর উঠতে পারেনি। এটা কোটি কোটি সামর্থ্যহীন মানুষকে ভ্যাকসিনের বাইরে রাখার একটা প্রণালী।

উপরন্তু , এতদিন পর্যন্ত রাজ্যগুলো বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছিল।এখন, রাজ্যগুলোকে কোনও মূল্য নিয়ন্ত্রণ ছাড়াই ‘উন্মুক্ত বাজার’ থেকে ‘সংগ্রহ’ করতে হবে। এই সর্বশেষ নীতি অনুসারে ভ্যাকসিন সরবরাহকারীরা তাদের ‘স্ব-নির্ধারিত ভ্যাকসিনের দাম’ ঘোষণা করবেন।এরফলেও জনসাধারণের একটা বড় অংশ ভ্যাকসিন থেকে বঞ্চিত হবে।

রাজ্য সরকারগুলিকে কেন্দ্রীয় কোষাগার থেকে ভ্যাকসিনের জন্য অর্থসংস্থান করা উচিত।

আরও, এই নীতিটি বৃহৎ আকারের কালোবাজারী এবং মজুতদারীকে উৎসাহিত করবে।

একটি গণ টিকা কর্মসূচী বিনামূল্যে এবং সর্বজনীন হতে হবে। এটি স্বাধীন ভারতের ঐতিহ্য এবং অভ্যাস হয়ে এসেছে।

সিপিআই (এম) এর পলিট ব্যুরো কেন্দ্রের এই বৈষম্যমূলক, সাম্যবিরোধী ও উদ্ভ্রান্ত নীতির তীব্র নিন্দা জানায় যে নীতির লক্ষ্য সকল দায়বদ্ধতা থেকে নিজেদেরকে সরিয়ে রাখা।এটি মহামারী প্রশমিত করতে বা আমাদের জনগণ যে বিশাল জনস্বাস্থ্য সঙ্কটের মুখোমুখি হচ্ছে তার সমাধান করবে না।এই জাতীয় বৈষম্যমূলক নীতি কেবল মহামারীতে ভারতকে আরও দুর্বল করে তুলবে।

কেবলমাত্র একটি বৃহত্তর সার্বজনীন টিকাদান কর্মসূচী এই জরুরী প্রয়োজনগুলি পূরণ করতে পারে।


শেয়ার করুন

উত্তর দিন