পশ্চিম মেদিনীপুর জেলায় মোহনপুর ব্লকের বাগদা গ্রামের নব কুমার পাত্র(১৭) পিতা গোবিন্দ, মাধ্যমিক পরীক্ষার্থী বেলা বারোটা নাগাদ টিউবওয়েল থেকে জল আনতে গেলে একটি খেজুর গাছ ভেঙে পড়ে তার উপর। প্রাথমিক চিকিৎসার পর কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
আমাদের শোক ও সমবেদনা জানাই।
#Amphan
Read More