পশ্চিমবঙ্গের ১২ টি জেলার ৯১৮ জন জীবিকা সেবক দীর্ঘদিন তাদের ভাতা পাচ্ছেন না। জীবিকা সেবকদের ভাতার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী।
জীবিকা সেবকদের ভাতা না পাওয়া, নতুন সমস্যা নয় দীর্ঘ ৩৪মাাস তারা ভাতা পাননি। অনেক জীবিকা সেবক ভাতা না পেয়ে, আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে অবগত থাকলেও কোনো হেলদোল নেই সরকারের।
বর্তমানে সমস্যা গুরুতর, জীবিকা সেবকরা মূলত: কৃষি,সেচ, পশু পালনে সহায়তা করে, গ্রামের আর্থিক উন্নতিতে সাহায্য করে থাকে , সেই কাজ করোনা ভাইরাসের জন্য বন্ধ হওয়ায় তারা বর্তমানে, বিডিও-রা ,প্রাক্তন WBCS অফিসাররা কাজের রোস্টার তৈরি করে দিচ্ছেন। সেই নির্দেশিত খাতায় সরকারের Stamp পরছে, কিন্তু এই স্বল্প বেতনের জীবিকা সেবকরা তাদের প্রাপ্য ভাতা পাচ্ছেন না। রাজ্য জুড়ে করোনা মোকাবিলায় জীবিকা সেবকরা প্রাণপাত করে সরকারের পাশে দাঁড়ালেও, সরকার তাদের নূন্যতম ভাতা দিচ্ছেনা।
এই সমস্ত বিষয় উল্লেখ করে বাম পরিষদীয় দলনেতা ,জীবিকা সেবকদের ভাতার দাবিতে মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়েছেন।
CPI(M) পার্টির পক্ষ থেকে এর আগেও জীবিকা সেবকদের ভাতার জন্য দাবি করা হয়।