কংগ্রেসের এই খুনে বাহিনীর কেউই পুঁজিপতি- জমিদার- জোতদারদের পরিবার থেকে আসেনি। তারা এসেছিল সাধারণ পরিবার থেকে। পুঁজিবাদী ব্যবস্থায় বৈষম্য বাড়ে, দারিদ্র বাড়ে, বেকারি বাড়ে। এই বেকার বাহিনীর একটা অংশকে বিপথগামী করে মেহনতি মানুষের আন্দোলনের নেতৃত্বকে খুন করার কাজে ব্যবহার করা হয়। চেতনা দিতে না পারলে যাদের নীতির জন্য তারা বেকার হয়, তাদের স্বার্থেই এরা ব্যবহৃত হয়।