Liberalism

Who Are These Liberals?

সামাজিক আয়মাদারি ভাঙতে ফুরফুরা শরীফের যে ঐতিহাসিক সংগ্রাম, সেটি সংখ্যাগুরু আধিপত্যবাদীদের আধিপত্যবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড়ো বাঁধা। আবু বকর সিদ্দিকের কনিষ্ঠ পুত্রের জীবনের একটি ঘটনার ভিতর দিয়ে আমরা বুঝতে পারব, কেবল ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামই নয়, স্ত্রী শিক্ষা বিস্তারে ঐতিহাসিক অবদান স্থাপনের (বহু ইতিহাসবিদের স্বাভাবিক প্রবণতা হল, স্ত্রী শিক্ষা বিস্তারে মুসলমান সমাজের ঐতিহাসিক অবদানকে একদম চেপে যাওয়া। বিদ্যাসাগরের পাশাপাশি আজ বেগম রোকেয়ার নাম উচ্চারণের ক্ষেত্রে বহু বাঁধার সন্মুখীন হতে হয়। বিদ্যাসাগরের নারী শিক্ষা বিস্তারে অবদান ঘিরে এপার বাংলায় যতো আলোচনা হয়, যতোটা উচ্ছ্বাস প্রকাশ পায়, তার কিন্তু সিকিভাগ ও হয় না রোকেয়াকে ঘিরে। প্রত্যন্ত গ্রামে বসে মেয়েদের জন্যে ইস্কুল প্রতিষ্ঠার ভিতর দিয়ে বাংলার সামাজিক অচলায়তন ভাঙতে আবু বকর সিদ্দিকি এবং তাঁর উত্তরসূরিরা এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন।