India Tour of Ho Chi Minh

সেসময় কলকাতাতে উনি পার্টির আতিথেয়তা গ্রহন করেছিলেন। তখন অবিভক্ত পার্টির দফতর ছিল ডেকার্স লেনে। উনি ডেকার্স লেনে রাত্রিবাস করেছেন। তখন উনি বলেছিলেন ‘আমি হোটেলে বা অন্য কোথাও থাকবো না, পার্টি অফিসেই থাকবো’।