বামপন্থী ও সহযোগী দলসমূহ এবং কংগ্রেসের ডাকে রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচি

৭ জুলাই ২০২০ ওয়েবডেস্কের প্রতিবেদন





রাজ্যে বামপন্থী ও সহযোগী দলসমূহ এবং কংগ্রেসের ডাকে রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচি ডাক দেওয়া হয়,৭ জুলাই ২০২০ মঙ্গলবার। সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি প্রতিটি জেলায় পালন করা হয়।

দাবি সমূহ:

★ আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে

★ রেল, কয়লা, প্রতিরক্ষা সহ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারিকরণের প্রতিবাদে

★ডিজেল-পেট্রোল- কেরোসিন- রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে

★ শ্রম আইন সংশোধনের প্রতিবাদে

★ অস্বাভাবিক বিদ্যুৎ বিল মকুব করার দাবিতে

★ করোনা ছাড়া অন্যান্য চিকিৎসা পরিষেবার দাবিতে

★দেশবিরোধী জনবিরোধী কাজের বিরুদ্ধে


সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সমস্ত জেলায় বিকেন্দ্রীকৃত ভাবে এলাকায় এলাকায় প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়


কলকাতায় কেন্দ্রীয়ভাবে আজ বিকাল ৩টার সময় জওহরলাল নেহরু রোডে হো-চি-মিন মূর্তির সামনে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন নেতৃবৃন্দ।

রাজ্যের সাথে সাথে জেলা গুলিতেও বড় জমায়েত করে এই কর্মসূচি পালন করা হয়।
দুর্গাপুরের আশীষ মার্কেট, এমএ এমসি বি 2 ময়দান , মায়াবাজার বেনাচিতি প্রভৃতি এলাকায় প্রতিবাদ সভা হয়। লাউদোহায় মিছিল ও সভা হয়। বারাবনি তে সভা সংগঠিত হয়। জামুড়িয়ার আপ্যায়ন হলের সামনে ,চিচূড়ায় ,ডিসেরগর ছোটদিঘিতে ,কুলটি,বানপুর, অণ্ডলে বিক্ষোভ সভা হয়।
বীরভূমের সিউড়ি বাস স্টান্ডে অবস্থান করে বক্তব্য রাখা হয়। বোলপুল, রামপুরহাট, ময়ূরেশ্বর ,মল্লার পুরে বিক্ষোভ সভা ও মিছিল হয়।
পুরুলিয়া শহরের রঘুনাথপুর, কোটাশিলা, এবং জয়পুরে অবস্থান কর্মসূচি হয়। আদ্রাতে আরপিএফ ব্যারাকের সামনে রেলের বেসরকারিকরন এবং পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সভা হয়।

Spread the word

Leave a Reply