২২ এপ্রিল, ২০২৫
কলকাতা
মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশনের প্রতিশ্রুতি ছিল ‘যোগ্য-অযোগ্য’দের তালিকা প্রকাশিত হবে। কিন্তু আন্দোলনরত শিক্ষকদের সাথে বৈঠকের পরেও ২১ এপ্রিল নির্দিষ্ট সময়ের মধ্যে সেই তালিকা প্রকাশ করতে পারেনি। বিধাননগরে আচার্য ভবনের সামনে রাতভর চাকরিহারা যোগ্য শিক্ষকদের বিক্ষোভ, অবস্থান এখনও চলছে। বামফ্রন্ট বিক্ষোভকারী শিক্ষকদের আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছে।
গোটা নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত করাই নয় সেই দুর্নীতিকে আড়াল করতে তালিকা প্রকাশের নামে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে মমতা ব্যানার্জী নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। রাজ্য সরকার অযোগ্যদের কাজে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল নিচ্ছে।
সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বারে বারে বলা সত্ত্বেও এসএসসি যোগ্য-অযোগ্যদের তালিকা দেয়নি।
বামফ্রন্ট চাকরিহারাদের নিয়ে রাজ্য সরকারের এই মিথ্যা প্রতিশ্রুতিকে ধিক্কার জানাচ্ছে। সাথে সাথে বামফ্রন্ট এই মিথ্যাচারের সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এখনই যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবি জানাচ্ছে। টাকার বিনিময়ে নিযুক্ত অযোগ্যদের জন্য যোগ্য শিক্ষকদের চাকরিহারা করার পরিবর্তে অযোগ্যদের চিহ্নিত করে আদালতে তা দাখিল করে যোগ্যদের শিক্ষকতার কাজে বহাল সুনিশ্চিত করা হোক। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ব্যবস্থা নিতেই হবে। পুনরায় প্রতিশ্রুতির বন্যা বইছে। বামফ্রন্ট চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের বিভ্রান্ত না হতে আবেদন করছে।
বিধাননগরের গণতান্ত্রিক মানুষের কাছে বামফ্রন্ট আবেদন জানাচ্ছে বিক্ষোভকারী শিক্ষকদের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে।