PB Statement

P.B Communique

২০ মে, ২০২৫

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

গাজায় গণহত্যা বন্ধ করতে হবে

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। পলিট ব্যুরো অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধ ও যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানাচ্ছে।

শুধুমাত্র ২০২৫ সালের এপ্রিল মাসেই, ইসরায়েলের বিমান ও স্থল হামলায় ২,০৩৭ জন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন। গত দু’দিনে প্রাণ হারিয়েছেন ২০০-র বেশি প্যালেস্তিনীয়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৫৩,৩৮৪ জন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন, যাদের ৯৪ শতাংশই ছিলেন সাধারণ নাগরিক—তাদের মধ্যে ৫১ শতাংশ শিশু, ১৬ শতাংশ নারী ও ৮ শতাংশ বয়স্ক।

দুই মাসের বেশি সময় ধরে সাহায্যবাহী ট্রাকের প্রবেশ নিষিদ্ধ রাখার পর, ইসরায়েল এখন নামমাত্র কিছু সহায়তা ঢুকতে দিচ্ছে। এর ফলে চরম মাত্রায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমেরিকার সরাসরি সমর্থনে উৎসাহিত হয়ে ইসরায়েল এখন গোটা গাজা ভূখণ্ড দখলের কথা বলছে।

ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে ইসরায়েলের এই গণহত্যার নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং তাদের আগ্রাসন থামাতে চাপ প্রয়োগ করতে হবে। যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য দায়ী নেতাদের বিচারের দাবিতে ভারতকে সামিল হতে হবে।

সিপিআই(এম) আবারও প্যালেস্তিনীয়দের প্রতি সংহতি জানাচ্ছে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭-র পূর্বের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য দাবিকে সমর্থন করছে।

Spread the word

Leave a Reply