ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
একটি দুর্ভাগ্যজনক বিচার
কর্ণাটক হাইকোর্টের রায় বৈষম্য বিহীন শিক্ষার সর্বজনীন অধিকারের বিরুদ্ধে একটি আঘাত, যা আইন ও ভারতের সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়েছে। এই রায় প্রশ্নের ঊর্দ্ধে নয়। কর্ণাটক সরকারের যে ঘোষিত ত্রুটিপূর্ণ আদেশ ছিল তা বহাল রেখে কার্যত শ্রেণীকক্ষে হিজাব ব্যবহার নিষিদ্ধ করা হল, এর অবিলম্বে প্রভাব হবে কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মুসলমান তরুণীদের বহিষ্কার করা।
ভারতের বহু রাজ্যে মুসলমান পড়ুয়াদের পরা মাথার স্কার্ফকে স্কুল এবং কলেজগুলিতে একটি সাধারণ ইউনিফর্মের নিয়মের লঙ্ঘন হিসাবে বিবেচনা করা হয়নি। এর সর্বোত্তম উদাহরণ হল প্রতিবেশী কেরালায় যেখানে স্কুলে এবং উচ্চ শিক্ষাগত ও পেশাদার শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান মেয়েদের সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ড রয়েছে। কিন্তু এই রায় কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে বিধায়কদের তত্ত্বাবধানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে তাদের নিজস্ব সাম্প্রদায়িক পদক্ষেপ এবং পক্ষপাতিত্ব থাকতে পারে এমন কমিটিগুলোকে মাথার স্কার্ফ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেয়। এই পদক্ষেপ সাম্প্রদায়িক মেরুকরণের জন্য বিজেপির সামগ্রিক পদ্ধতির সাথে মানানসই, কর্ণাটক হাইকোর্টের রায় সারা ভারতে বিপজ্জনক ধারাবাহিক ও ক্রমবর্দ্ধমান প্রভাব ফেলতে পারে।
অবিলম্বে সুপ্রিম কোর্টের উচিত এই আপিলের শুনানি করা। আশা করা যায় সর্বোচ্চ আদালত সাংবিধানিক গ্যারান্টি বহাল রাখবে এবং ন্যায়বিচার প্রদান করবে।