CPIMCC

On Afghanistan Situation

তারিখঃ ১৮ অগাস্ট, ২০২১

আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে যৌথ বিবৃতি

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এবং ভারতের কমিউনিস্ট পার্টি নিম্নলিখিত যৌথ বিবৃতি জারি করেছে: আফগানিস্তানে লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।তালিবান শাসনের পতনের বিশ বছর পর তালিবানরা আবার ক্ষমতায় এসেছে। আশরাফ গনি নেতৃত্বাধীন সরকার এবং জাতীয় বাহিনীর পতন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্রদের দ্বারা প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রকৃতির দুর্বলতাগুলো উন্মোচিত করেছে।

ভারত সরকারের আফগান নীতি অন্ধভাবে আমেরিকানদের অনুসরণ করছিল এবং এর ফলে এই অঞ্চলে ভারত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং বাস্তবে ভারতের সামনে নামমাত্র কয়েকটি বিকল্প  রয়েছে।

১৯৯০-এর দশকে,পূর্বতন তালিবান সরকার ছিল চরম মৌলবাদী, একইসাথে ছিল নারী,  শিশুকন্যারা এবং অবদমিত জাতিগত সংখ্যালঘুসমুহের জন্য ধ্বংসাত্মক।

তালিবান কর্তৃক নিয়ন্ত্রিত নতুন ব্যবস্থায় নারীদের অধিকারের প্রতি যথাযথ সম্মান প্রদান এবং জাতিগত সংখ্যালঘুদের অধিকার স্বীকার করা একান্ত প্রয়োজন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ যে আফগানিস্তান যেন ইসলামিক স্টেট এবং আল কায়েদার মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর স্বর্গরাজ্য না হয়ে ওঠে, তা ১৬ আগস্ট আফগানিস্তান নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যৌথভাবে প্রকাশ করা হয়েছিল।

আফগান জনগণ যাতে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশে বসবাস করতে পারে সেজন্য ভারতকে অবশ্যই প্রধান আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। ভারত সরকারের উচিত অবিলম্বে আফগানিস্তানে আটকে পড়া সকল ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করা।

Spread the word

Leave a Reply