Site icon CPI(M)

Marxism in a changed world

May 9,2020

কার্ল মার্কসের ২০৩ জন্ম বর্ষ উপলক্ষে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে আগামী ১০ মে ,২০২০ রবিবার সন্ধ্যা ৭ টার সময়। উক্ত আলোচনায় উপস্থিত থাকবেন পার্টির রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, ও পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শ্রীদীপ ভট্টাচার্য। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে CPI(M) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অফিসিয়াল ফেস বুক পেজ , পার্টির ওয়েবসাইট (cpimwb.org.in) ,পার্টির ইউ টিউব চ্যানেল (www.youtube.com/cpimwestbengal) ,ও পার্টির মুখপত্র গণশক্তি পত্রিকার ওয়েবসাইট(www.ganashakti.com/bengali) থেকে।
পার্টির ওয়েবসাইট টিমের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে, উক্ত অনুষ্ঠান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য।

Spread the word