১৩ অক্টোবর ২০২০,
ওয়েবডেস্কের প্রতিবেদন:
রেল পরিষেবা চালু করানোর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী কে মান অভিমান ভুলে কেন্দ্র সরকারের সাথে আলোচনায় বসার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিলেন বাম পরিষদের পক্ষে সুজন চক্রবর্তী ও কংগ্রেসের পক্ষে আব্দুল মান্নান।
করোনা আবহে প্রায় ৭মাস বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। এদিকে আমাদের রাজ্যে সরকারি বেসরকারি বাস, অটো খুব কম চলার জন্য ,বা সব রুটে না চলার জন্য ভাড়া বেশি দিয়েও করোনার মারাত্মক সংক্রমণের মধ্যে ঠাসাঠাসি করেই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে তাদের দুর্ভোগের সীমা পরিসীমা নেই।
একদিকে কাজ হারিয়েছেন অগুনতি মানুষ অন্যদিকে কাজ ঠিকিয়ে রাখার জন্য কোনও কোনও ক্ষেত্রে বাই সাইকেলে করে বা বাইকে করেও চাকুরিজীবী রা কর্মস্থলে পৌঁছাতে বাধ্য হচ্ছেন।
রাজ্য সরকার অফিস আদালত খোলার নির্দেশিকা জারি করে ফতোয়া দিলেও মানুষ কিভাবে কর্মস্থলে পৌঁছাবেন সেই বিষয়ে কোনরকম পরিকল্পনা নেই রাজ্য ও কেন্দ্র সরকারের। কেন্দ্র সরকার রেল পরিষেবা বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য এদিকে প্লাটফর্ম বিক্রি করা শুরু করেছেন।
এমতাবস্থায় সাধারণ মানুষের ভোগান্তি কমানোর জন্য রাজ্যে রেল পরিষেবা পুনরায় চালু করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী কে চিঠি কে কেন্দ্র সরকারের সাথে আলোচনা করার জন্য অনুরোধ জানিয়েছেন, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ও কংগ্রেস পরিষদীয় দলনেতা আব্দুল মান্নান…
রেল পরিষেবা পুনরায় চালু করার আর্জি জানিয়ে চিঠি বাম ও কংগ্রেস পরিষদ….
Spread the word