Biman Basu Statement

Left Front West Bengal: Press Statement of The Chairman

বিমান বসু

২০শে জানুয়ারি ২০২৫

ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদী নেতা দেশপ্রেমিক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিন ২৩শে জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার ‘দেশপ্রেম দিবস’ হিসাবে পালন করা হবে। উল্লেখ্য, প্রতি বছর এই দিন বামফ্রন্টের পক্ষ থেকে ‘দেশপ্রেম দিবস’ পালন করা হয়। কেন্দ্রীয় নেতাজী জয়ন্তী কমিটি থেকে ইতিমধ্যেই কর্মসূচী ঘোষণা করা হয়েছে। বামফ্রন্ট ২৩ শে জানুয়ারি ‘দেশপ্রেম দিবস’ পালন করতে কেন্দ্রীয় নেতাজী জয়ন্তী কমিটির এই কর্মসূচীতে বামফ্রন্টের সব শরিকদলসহ সাধারণ মানুষকে অংশগ্রহণ করতে অনুরোধ করছে।

২৩শে জানুয়ারি দেশপ্রেম দিবসে বেলা ১১-৩০ মিঃ কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ারে নেতাজী মূর্ত্তিতে কথায়-গানে ও মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানে নেতাজীপ্রেমী জনগণকে অংশগ্রহণ করতে বামফ্রন্টের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। রাজ্যের সর্বত্র ২৩শে জানুয়ারি যথাযথ মর্য্যাদার সঙ্গে দেশপ্রেম দিবস পালনের জন্য বামফ্রন্ট আবেদন করছে।

Spread the word

Leave a Reply