৭ মে বৃহস্পতিবার ২০২০
কোভিড – ১৯ সংক্রমণের মোকাবিলায় লকডাউনের দেড় মাসের বেশি অতিক্রান্ত । এই পরিস্থিতিতে রাজ্যে চলতে থাকা পত্র যুদ্ধের থেকে অনেক জরুরি রাজ্যের মধ্য ও ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ি শ্রমিক, পর্যটক, অসুস্থ মানুষ,শিক্ষার্থীদের ফিরিয়ে আনার বিষয়টি। অপরিকল্পতভাবে ডাকা এই লকডাউনে বিপর্যস্ত এই মানুষগুলোর বিষয় ও রাজ্যের করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি জানিয়ে মুখমন্ত্রী কে যৌথভাবে আবার চিঠি দিলেন বাম পরিষদীয় দল ও কংগ্রেস পরিষদীয় দল। নীচে চিঠিটির বয়ান দেওয়া হল।
Spread the word