জলপাইগুড়ি জেলায় প্রতিবাদ সপ্তাহের কর্মসূচি পালন…

২৪ অগাস্ট ২০২০ ওয়েবডেস্কের প্রতিবেদন:
দেশ জুড়ে আন্দোলনে নামল সি পি আই এম। বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচিতে নামছে সিপিআই(এম)। জনগণের জীবন জীবিকার জরুরি দাবিতে দেশব্যাপী এই প্রতিবাদ সপ্তাহ পালন করা হবে। মহামারীর আড়ালে যেভাবে জনগণের রুটি রুজির উপরে আঘাত নামিয়ে আনা হচ্ছে, দেশের অর্থনীতির নিয়ন্ত্রণ এর যেভাবে দেশের কর্পোরেট দের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে , প্রতিবাদ তার বিরুদ্ধে। আজ জলপাইগুড়িতে প্রতিবাদ সপ্তাহের কর্মসূচি পালিত হয়।



করোনা মহামারীজনিত পরিস্থিতিতে আয়কর দাতাদের বাইরে থাকা প্রত্যেক পরিবারকে মাসে ৭৫০০ টাকা দেওয়া, রেশনের মাধ্যমে প্রত্যেককে বিনামূল্যে প্রতিমাসে ১০ কেজি করে চাল দেওয়া, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, ১০০ দিনের কাজকে ২০০ দিনে উন্নীত করা সহ ১৬ দফা দাবিতে সোমবার জলপাইগুড়িতে অবস্থান-বিক্ষোভ সিপিআই(এম)’র।

Spread the word

Leave a Reply