কৃষকদের আন্দোলনঃ এক ঐতিহাসিক বিজয়ের প্রতি অভিবাদন
তারিখঃ শুক্রবার, ১৯শে নভেম্বর, ২০২১
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি দিয়েছেঃ
সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্বে ভারতের কৃষকরা এক বছরেরেও বেশি সময় ধরে সাহসিকতার সাথে যেভাবে লড়াই চালিয়েছেন তার ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে, এই লড়াইয়ের প্রতি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো অভিবাদন জ্ঞাপন করছে।
কৃষকদের লড়াইয়ের এই বিজয় অর্জিত হল ন্যায্য দাবির সামনে এক অনড় প্রধানমন্ত্রী এবং তার সরকারকে নত হতে বাধ্য করেই। কৃষকদের একটি অংশকে বিভ্রান্ত করতে এখনও নরেন্দ্র মোদি কালা কৃষি আইনগুলির পক্ষেই অজুহাত দিয়ে চলেছেন। আন্দোলনরত কৃষকদের মৃত্যু সম্পর্কে বা তাদের বিরুদ্ধে যেসব হামলা চালানো হয়েছে সেই বিষয়ে তার পক্ষ থেকে এখনও অবধি কোন অনুশোচনা প্রকাশ করা হয়নি।
ভারতের সংসদে এই কালো আইনগুলি বাতিল করে সমস্ত কৃষি ফসলকেই ন্যুনতম সহায়ক মূল্যে (এমএসপিতে) বিক্রি করার আইনি অধিকারকে আইনি মর্যাদা প্রতিষ্ঠার দাবীকে আরেকবার তুলে ধরছে সিপিআই(এম)।
কৃষকদের এই সংগ্রামে শহীদ হয়েছেন ৭৫০ জনেরও বেশি কৃষক। প্রশাসনকে কাজে লাগিয়ে বিজেপি সামরিক কায়দায় কৃষকদের আটকাতে রাস্তা অবরোধ করেছে, হুমকি দিয়েছে, ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে এমনকি খুনের উদ্দেশ্যে শারীরিক আক্রমণেরও মুখোমুখি হতে হয়েছে তাদের। যারা এই সব হামলার কর্মকাণ্ডে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো জয়ের লক্ষ্যে কৃষকদের ঐক্যবদ্ধ সংকল্পকে স্বাগত জানাচ্ছে। তিন কৃষি আইন বাতিল প্রসঙ্গে দেশের প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসে সন্তুষ্ট না হয়ে তারা জানিয়েছেন কালা আইন বাতিলের প্রকৃত কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তারা নিজেদের গ্রামে ফিরে যাবেন – লড়াইয়ের ভবিষ্যৎ রাস্তা নির্ণয়ে সংযুক্ত কিষান মোর্চার এহেন রণকৌশলের প্রতি সমর্থন জ্ঞাপন করছে পলিট ব্যুরো।