নির্বাচনী আইন সংশোধনী বিলকে সিলেক্ট কমিটির পুনর্বিবেচনা করা উচিত
তারিখঃ সোমবার, ২০শে ডিসেম্বর, ২০২১
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ
নির্বাচনী আইন সংশোধনী বিলকে সিলেক্ট কমিটির দ্বারা পুনর্বিবেচনা করতে হবে
দেশের নির্বাচনী আইনে রদবদল যা আগামিদিনে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করতে পারে এমনসব গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলিকে বিলের আকারে লোকসভায় পেশ করে যেভাবে এক ঝটকায় পাস করানো হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছে সিপিআই(এম)-এর পলিট ব্যুরো৷ সংসদ সদস্যদের এই বিষয়ে আলোচনার জন্য সময় দেওয়া হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সংসদ সদস্যদের কোনো সংশোধনী আনার অনুমতি অবধি দেওয়া হয়নি। এভাবে সংসদীয় আইন ও পদ্ধতির চরম লঙ্ঘিত হল। পুঙ্খানুপুঙ্খরূপে বিচারের জন্য সংসদীয় সিলেক্ট কমিটির কাছে বিলটিকে পাঠানোর বিষয়ে আলোচনার সময় বরাদ্দ ছিল অধিবেশনের সকালবেলা। সেই সিদ্ধান্ত খারিজ করে, মধ্যাহ্নভোজের পরেই নতুন এজেন্ডা জারি করে সরকার দ্রুত বিলটি পাস করিয়ে নেয়।
গোপন ব্যালটের নীতি উপেক্ষা করে ভোটার এবং ভোটের গোপনীয়তা রক্ষা সংক্রান্ত মৌলিক অধিকারকেই ক্ষুন্ন করার ঝুঁকি রয়েছে এই বিলে।
এই বিলটিকে রাজ্যসভায় গাজোয়ারি করে পাশ করানোর প্রচেস্টা করবে সরকার, তাকে প্রতিহত করতে এবং সংশ্লিষ্ট সিলেক্ট কমিটির দ্বারা এই বিলের প্রভাব সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিচারের দাবিতে বিরোধী দলগুলির অবশ্যই দৃঢ়তা বজায় রাখা উচিত।