March 11,2020
রায়দিঘিতে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে সিপিআই(এম) পার্টির সদস্য পিয়ার আলি মোল্লা (৫৫) কে। পেশায় টোটো চালক পিয়ার আলি মোল্লাকে তাঁর বাড়ির থেকে আধ কিলোমিটার দূরেই হত্যা করা হয় মঙ্গলবার রাতে। জানা গেছে, মঙ্গলবার রাত ৮টা নাগাদ তাঁর ফোনে একটি ফোন আসে। ফোন করে তাঁকে কেউ বা কারা ডেকে নেয়। সাথে সাথেই তিনি বাড়ি থেকে বেরোন। ঘন্টাখানেক পরেও তিনি বাড়ি না ফেরায় তাঁকে খুঁজতে বেরোন বাড়ির লোকেরা। খুঁজতে বেরিয়েই বাড়ির থেকে প্রায় ৫০০ মিটার দূরেই পিয়ার আলি মোল্লার রক্তাক্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন।
প্রথমে তাঁকে রায়দিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। খুনের ঘটনার কথা জানতে পেরে আজ পিয়ার আলি মোল্লার পরিবারের সাথে দেখা করতে যান সিপিআই(এম) নেতা কান্তি গাঙ্গুলি সহ লোকাল পার্টি নেতৃত্ব।
কান্তি গাঙ্গুলি জানান, ‘‘পুলিশকে এক সপ্তাহ সময় দিচ্ছি। এর মধ্যে দুষ্কৃতীদের যদি পুলিশ গ্রেপ্তার না করে তাহলে লাগাতার আন্দোলনে যাব।’’ ইতিমধ্যেই পুলিশ পিয়ার আলি মোল্লার মোবাইল ফোন এবং অস্ত্র উদ্ধার করেছে ঘটনাস্থল থেকে। নিহত পিয়ার আলি মোল্লা সিপিআই(এম) মথুরাপুর ২ এরিয়া কমিটির অন্তর্গত রায়দিঘি পূর্ব শাখার পার্টি সদস্য ছিলেন।