ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরোর বিবৃতি:
উত্তরপ্রদেশে নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা করছে পলিট ব্যুরো।
পুলিশ হেফাজতে এবং মিডিয়ার সামনে আতিক আহমেদ এবং তার ভাই আশরাফের নৃশংস হত্যাকাণ্ড দেখায় যে উত্তরপ্রদেশ সম্পূর্ণ আইনের শাসনহীন রাজ্যে পরিণত হয়েছে।
যেভাবে দুই ব্যক্তিকে ভারী পুলিশ প্রহরার মধ্যেই খুন করা হয়েছে তা সরকারী যোগসাজশের দিকে ইঙ্গিত করে। এটি অবশ্যই এনকাউন্টার হত্যার পুনরাবৃত্তির পটভূমিতে দেখা উচিত যা বিচারবহির্ভূত হত্যা ব্যতীত আর কিছুই নয়।
এই অবস্থার জন্য আদিত্যনাথ সরকারই সরাসরি দায়ী।
হাইকোর্টের একজন বর্তমান বিচারপতিকে প্রধান করে এই হত্যাকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্ত করতে হবে। এসব হত্যাকাণ্ডের পেছনে যারা আছে তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে।