কোভিড ক্ষতিপূরণের দায় কেন্দ্রের
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
কোভিড সংক্রান্ত ক্ষতিপূরণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে বহন করতে হবে
কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার পক্ষ থেকে কোভিড-১৯ সংক্রমনে মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ বাবদ ৫০,০০০ টাকা তুলে দেওয়ার সুপারিশ করেছে। যারা কোভিডে মৃত তাদের পরিবারের জন্য এককালীন ক্ষতিপূরণ হিসাবে এই অর্থ মঞ্জুর হয়েছে। কেন্দ্রিয় সরকারের বক্তব্য এই ক্ষতিপূরণ রাজ্য সরকারের অন্তর্গত রাজ্য দুর্যোগ ত্রাণ তহবিল (SDRF) থেকে দেওয়া হবে।
কোভিড মৃত্যুর জন্য ক্ষতিপূরণের ব্যয়কে রাজ্য সরকারগুলির উপরে বোঝার মতো করে চাপিয়ে দেওয়া সঠিক নীতি নয়। রাজ্য দুর্যোগ ত্রাণ তহবিল (এসডিআরএফ)-কে ইতিমধ্যেই কোভিড মোকাবিলা করতে প্রভুত চাপ সহ্য করতে হয়েছে এখন এই দুর্যোগ-সংক্রান্ত ক্ষতিপূরণেরও সমস্ত খরচ মেটাতে তাদের চাপ দেওয়া হচ্ছে। এছাড়াও নানা কারনে রাজ্য সরকারগুলিকে যথেষ্ট আর্থিক সংকটের মুখোমুখি হতে হচ্ছে।
কোভিড মহামারী মোকাবিলা রাজ্য সরকারগুলিকে সাথে নিয়ে হলেও মূলত কেন্দ্রীয় সরকারেরই দায়। মহামারী মোকাবিলায় প্রোটোকল এবং নির্দেশিকা সবই কেন্দ্রীয় সরকারের মাধ্যমে প্রয়োগ করা হয়েছে। কোভিড আক্রান্তদের ক্ষতিপূরণ দেবার মূল দায়িত্ব তাই কেন্দ্ররই বহন করা উচিত। সুপ্রিম কোর্ট এখনও এই মামলায় চূড়ান্ত রায় দেয়নি। এই দায় বহনে কেন্দ্রের প্রাথমিক দায়িত্ব নিশ্চিত করতে হবে এবং ক্ষতিপূরণের পরিমাণও যথার্থরুপে বৃদ্ধি করতে হবে।