২৫ জুন,২০২০
ওয়েবডেস্কের নিবেদন:
কলেজছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা তৃণমূল নেতার। বাধা দিতে গেলে ধাক্কা দিয়ে ফেলে খুন ছাত্রীর মাকে। এই ঘটনায় বুধবার উত্তাল হয়ে উঠল হাওড়ার বাগনান। অভিযুক্ত তৃণমূল নেতা কুশ বেরা পলাতক। তাঁর গ্রেফতারির দাবিতে বুধবার বাগনান থানার সামনে তুমুল বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ অবরোধ করা হয় ৬০ নম্বর জাতীয়সড়ক।
অভিযোগ, কুশ ছাদে উঠে পিছন থেকে ওই ছাত্রীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। ভয় পেয়ে চিৎকার করে ওঠেন ওই কলেজছাত্রী। সেই চিৎকার শুনে ছাদে উঠে আসেন ছাত্রীর মা। প্রতিবেশীদের একাংশের কথায়, অভিযুক্ত সেই সময় ছাত্রীর মাকে ধাক্কা মেরে সিঁড়ি দিয়ে নেমে পালিয়ে যান। ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে পড়ে মাথায় আঘাত পান ছাত্রীর মা। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় বাগনান গ্রামীণ হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানেই বুধবার সকালে মৃত্যু হয়েছে ওই মহিলার।
এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা থানায় জমায়েত হয়ে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, অভিযুক্ত শাসক দলের নেতা হওয়ায় পুলিশ প্রথমে গড়িমসি করে। কিন্তু পরবর্তী সময়ে এলাকার মানুষের ক্ষোভ বাড়তে থাকলে তারা বলে,
“পুলিশ যদি ব্যবস্থা না নেয় তা হলে আমরা বড় আন্দোলনের পথে যাব।” এরপর পুলিশ রিপোর্ট নেয় ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়।
এর পর এ দিন বিকেলে গ্রেফতার করা হয় অভিযুক্ত কুশকে।
প্রসঙ্গ উল্লেখ্য ,পশ্চিমবঙ্গে এই ঘটনা নতুন নয়, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে,ধর্ষণ, শ্লীলতাহানি র মত ঘটনা নিত্য নৈমিত্তিক। মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে, মহিলারা নিরাপদ নন।