রাজ্যের সমস্ত কলেজকে দুষ্কৃতিমুক্ত করতে হবে। ফিরিয়ে আনতে হবে সকলের মতপ্রকাশের পরিসর। নাবালক থেকে নাগরিক হয়ে ওঠার কারখানা এই সব কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সমস্ত কিছুকে দেখার ঠান্ডা হাওয়া বইয়ে দিতে হবে। সব ভোট হলেও ছাত্র ভোট ওরা করছে না। কারণ ওরা জানে, ছাত্রভোট হওয়া মানে ‘তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে!’ আর এসএফআই এর বেড়ে ওঠা মানে, এসএফআই এর ইউনিয়ন মানে গরীব ঘরের ছেলেটার মাথা উঁচু করে দাঁড়ানো। ফার্স্ট ইয়ারের থতমত মেয়েটার সিআর হিসেবে ব্যস্ত দিন। গাছতলায় গিটার আর কলেজ মাঠে ক্রিকেট।
