বিহারে বামপন্থীদের নির্বাচনী জনসভায় মানুষের ভিড় ছিল চোখে পরার মত ….২০২০ছবি : googleতেজস্বী যাদব { রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)।}বিহারে ২০২০ বিধান সভা নির্বাচনে তাক লাগিয়ে দেওয়া ফল করেছে মহাজোটের শরিক বামপন্থীরা। ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে ১৬টি আসনে।