ওয়েবডেস্ক প্রতিবেদনঃ
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য ২৬ তম সম্মেলনের মঞ্চে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। এই রাজ্য সারা দেশে বাম আন্দোলন তথা কমিউনিস্ট পার্টি নির্মাণের কাজে অন্যতম নির্ণায়ক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। এই রাজ্যে আমাদের পার্টির নেতৃত্বে শ্রেণী এবং জনগণের লড়াই, আন্দোলন, সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসের নির্মাতা।
সংগঠনকে সময়োপযোগী করতে হবে। একথা পার্টির কেন্দ্রীয় কমিটির আলোচনাতেও এসেছে, পার্টি কংগ্রেসের খসড়া প্রতিবেদনেও আমরা সেই নিয়ে নির্দিষ্ট প্রস্তাব রেখেছি। এই সম্মেলনের মঞ্চেও প্রতিনিধিরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, করছেন।
বিজেপি সারা দেশে ভয়ানক শক্তিতে বাড়ছে, হিন্দুত্ব সাম্প্রদায়িক শক্তির উত্থানের প্রতিরোধে কার্যকরী মোকাবিলাই আজকের দিনে জাতীয় প্রেক্ষিতে আমাদের কাছে প্রধান বিষয়। এই লক্ষ্যে আমাদের সফল হতেই হবে। এই রাজ্যে এই বিপদের সাথে সংগ্রামের পাশাপশি তৃণমূল কংগ্রেসের স্বৈরতন্ত্র, আক্রমণ ইত্যাদির সাথেও লড়াই চালাতে হচ্ছে আমাদের পার্টিকে। এই লড়াইতে সফল হতে আমাদের প্রধান লক্ষ্য পার্টির নিজস্ব শক্তি বৃদ্ধি করা। এই কাজকেই প্রাথমিক কর্তব্য হিসাবে অগ্রাধিকার দিতে হবে।
কেরালায় এল ডি এফ সরকার করোনা মোকাবিলায় সরকারি মেশিনারি সহ পার্টির শক্তিকে কাজে লাগিয়ে সাফল্য অর্জন করেছে। এই রাজ্য রেড ভলান্টিয়াররা ভীষণ কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে যে কাজ করেছে তা নজিরবিহীন এবং অভাবনীয়। এই কাজকেই আমাদের বিস্তৃত করতে হবে, জনজীবনের সমস্যা সমাধানে আমাদের পার্টিকে আরো আরো সক্রিয় ভূমিকায় উত্তীর্ণ হতেই হবে, এটাই সাংগঠনিক কর্তব্য, এটাই আমাদের রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যাওয়ার উপায়।
তৃণমূল বিজেপির রাজনৈতিক কৌশলকে মানুষকে অবহিত হবে। আমাদের কাজ মানুষের কাছে ধৈর্য সহ তুলে ধরতে হবে, রাজনীতিই নির্ধারণ করে সাংগঠনিক কর্তব্য। আমরা বলি পার্টিকে স্ট্রিম লাইন করতে হবে, এই কাজ করার উপায় কমিউনিস্ট রাজনীতি, মতাদর্শে বলিয়ান কমরেডদের মানুষের পাশে থেকে লড়াই সংগ্রামে নেতৃত্ব দেওয়া। এভাবেই পার্টির শক্তি বৃদ্ধি হবে, এভাবেই আমাদের গণভিত্তিকে প্রসারিত করতে হবে। সংগঠন, মতাদর্শ, রাজনীতিকে আলাদা আলাদা করে বিচার করলে চলে না, প্রতিটি একে অন্যের পরিপূরক। আমরা তাই বলেছি পার্টির নিজস্ব শক্তি বাড়াতে হবে, একইসাথে সারা দেশে এবং এই রাজ্যেও অন্যান্য বামদল এবং গণতান্ত্রিক শক্তিকে সংহত করতে হবে আমাদেরই।
সারা দেশের কমিউনিস্ট আন্দোলন পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে থাকে, এর কারণ এই রাজ্যের পার্টির ভূমিকার বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা মনে করি পরিস্থিতির মোকাবিলা করে সামনে এগোনোর মত যথেষ্ট উপাদান এই রাজ্যের পার্টিতে রয়েছে। এই সম্মেলন সেই সব উপাদানকে চিহ্নিত করুক, আগামীদিনে শক্তিশালী সংগঠন গড়ে তুলে তৃণমূল কংগ্রেস, বিজেপি সহ আর এস এস এর বিভাজন কামি সাম্প্রদায়িক শক্তিকে পরাস্থ করতে নিজেদের ভূমিকা উজ্জ্বল করুক এই কামনা করে আমি ২৬ তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের সাফল্য কামনা করছি।