মাত্র কয়েকদিন আগেই বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে ভর্তি হতে না পেরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয় করোনা আক্রান্ত এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের। তার পরের দিনই কোনো হাসপাতালে ভর্তি হতে না পেরে অসহায়ভাবে স্ট্রেচারেই মৃত্যু হয় এক যুবকের। এইরকম ঘটনা এখন প্রতিদিনের। অনেকের অভিযোগ স্বাস্থ্য ভবনে ফোন করলে কেউ ফোন ধরেন না। এলাকার থানা, পৌরসভা থেকেও কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। একের পর এক মৃত্যুর পরেও সরকার উদাসীন- এই সবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মেডিক্যাল কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থানের ডাক দেয় বামপন্থী ছাত্র-যুব-মহিলা সংগঠন SFI-DYFI/AIDWA রাজ্য কমিটি। কলেজ স্ট্রিট মোড় থেকে মিছিল শুরু হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকালে কর্মীরা ব্যারিকেড ভেঙে ওখানেই অবরোধ শুরু করেন। গত ১৪ জুলাই একই দাবিতে ছাত্রদের উপরেও হামলা চালায় পুলিশ।
বিনা চিকিৎসায় ছাত্র মৃত্যুর প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলো বাম ছাত্র-যুব-মহিলারা…
Spread the word