শাসকের অত্যাচারের বিরুদ্ধে সরব আরামবাগ টিভি। সরাসরি পুলিশের ঘুষ খাওয়ার ছবি দেখানোর রাগে তিন দিনের মধ্যে মিথ্যা মামলা হয়। বাড়ি ভেঙে ভোরবেলা গ্রেপ্তার করা হয় সফিকুল, তার স্ত্রী ও বাচ্চাদের। রাজরোশে সাতদিনের হেপাজত হয়েছে ওদের। হায় রে! এই কি মমতারাজের গনতন্ত্র? বেশিদিন চলবেনা।।
Read More