Biman Basu Statement

Statement by Left Front Chairman Biman Basu

বামফ্রন্ট সভাপতি বিমান বসুর বিবৃতি

মঙ্গলবার রাতে বড়বাজারের মেছুয়ার ফলপট্টির একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ শিশু সহ ১৫ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বামফ্রন্ট এই ঘটনায় নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। সেই সঙ্গে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের পিছনে গাফিলতির জন্য দায়ী হোটেল ব্যবসায়ী ও প্রশাসনিক কর্তাদের উপযুক্ত শাস্তি দাবি করছে।

ঘটনার পর থেকেই হোটেলের সুরক্ষা ও অগ্নিবিধি ব্যবস্থায় নানা গাফিলতি প্রকাশ্যে আসছে। জানা যাচ্ছে যে ২০২২ সালের পর থেকে ফায়ার ব্রিগেডের নো অবজেকশন সার্টিফিকেট ছিল না হোটেলটির। এছাড়াও হোটেলে বেআইনী নির্মাণ ও পানশালার বেআইনী সম্প্রসারণের ঘটনাও সামনে এসেছে। এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার, কলকাতা কর্পোরেশন, কলকাতা পুলিশ এবং ফায়ার ব্রিগেডের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এর আগেও কলকাতায় গার্ডেনরিচে শাসকদলের মদতে বেআইনী নির্মাণে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে, বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় আবারও স্পষ্ট হলো যে কলকাতা কর্পোরেশন ও রাজ্য সরকারের পুলিশ শাসনের গাফিলতিতে নাগরিকদের জীবনের সুরক্ষা বিপন্ন হয়ে পড়েছে। বামফ্রন্ট রাজ্যপ্রশাসনের এই চরম অমানবিক ভূমিকার তীব্র নিন্দা করছে।

৩০ এপ্রিল, ২০২৫

কলকাতা

Spread the word

Leave a Reply