কিউবা থেকে মার্কিনী নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে
তারিখঃ মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এবং ভারতের কমিউনিস্ট পার্টি একটি যৌথ বিবৃতি দিয়েছেঃ
কিউবার উপরে চাপানো অমানবিক এবং অন্যায্য অবরোধ প্রত্যাহার করুক মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিনী অবরোধের কারণে সৃষ্ট দুর্ভোগের প্রতিবাদে কিউবায় কিছু মানুষ ধর্না শুরু করেছেন। কিউবার সরকার এবং সেদেশের কমিউনিস্ট পার্টি তাদের প্রতিবাদের কথা শুনছে।
এইসব ধর্না এবং প্রতিবাদ আন্দোলন কার্যত মার্কিন প্রশাসনের অঙ্গুলিহেলনেই আয়োজিত হচ্ছে। একদিকে অতিমারির প্রকোপ আরেকদিকে কিউবার উপরে চাপিয়ে রাখা মার্কিনী অবরোধের কারনে সেদেশে কিছু অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে। আমরা কিউবার নিজস্ব সমস্যায় জবরদস্তি মার্কিনী হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।
বিগত ৬০ বছরেরও বেশি সময় ধরে চলা মার্কিনী অবরোধের কারনেই কিউবাকে অর্থনৈতিক সমস্যার মোকাবিলা করতে বাধ্য হতে হচ্ছে। হেল্মস – বার্টন আইনের টাইটেল থ্রি অনুযায়ী যেসকল বিধিনিষেধ কিউবার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তার ফলেই অভূতপূর্ব সংকট দেখা দিয়েছে। অতিমারির সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবার বদলে মার্কিন প্রশাসন কিউবাকে “সন্ত্রাসবাদে মদতকারী দেশ” হিসাবে চিহ্নিত করেছে, এর ফলে কিউবার সমস্যা আরো ঘনীভূত হয়েছে। পূর্বেকার যাবতীয় নিষেধাজ্ঞা বলবৎ রেখে ট্রাম্প প্রশাসন কিউবার উপরে আরও ২৪৩টি নতুন নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়।
এই সমস্ত নিষেধাজ্ঞার কবলে পড়ে খাদ্যসামগ্রী, ওষুধ, টিকা এবং অন্যান্য জীবনদায়ী চিকিৎসা সামগ্রী উৎপাদনে জরুরী কাঁচামাল আমদানি করতে পারছে না কিউবা। যার প্রভাবে সেদেশের জনজীবন ক্রমশ দুর্দশাগ্রস্থ হচ্ছে। কিউবার জনগণকে দেশের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অজস্র ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া চলছে।
এত বাধা পেরিয়েও কিউবার সরকার নিজেদের উদ্যোগে টিকা প্রস্তুত করেছে, মহামারীর প্রকোপ থেকে বাঁচতে সারা পৃথিবীতে সহায়তা পাঠিয়েছে এবং তারই সাথে নিজেদের দেশের অর্থনৈতিক সংকটের সমাধানে ব্রতী রয়েছে।
কিউবার সরকার এবং সেদেশের জনগনের এই কঠিন সংগ্রামের প্রতি আমরা সংহতি জানাচ্ছি। সবার কাছে আমাদের আবেদন কিউবার এই লড়াইতে তাদের পাশে থাকুন। নিজেদের মাতৃভূমির সুরক্ষা, সার্বভৌমত্ব এবং সমাজতান্ত্রিক ব্যবস্থাকে বজায় রাখতে কিউবার জনগন এবং প্রশাসন যে লড়াই চালাচ্ছে তাকে সমর্থন জানান।
ডি রাজা সীতারাম ইয়েচুরি
সাধারণ সম্পাদক, সি পি আই সাধারণ সম্পাদক, সিপিআই(এম)