গৌরি আম্মার মৃত্যুতে পার্টির সাধারণ সম্পাদকের বার্তা
তারিখঃ মঙ্গলবার, ১১ মে – ২০২১
কেরালায় গণআন্দোলনের অন্যতম নেতৃত্ব কে আর গৌরি আম্মার মৃত্যুসংবাদ আমার জন্য এক গভীর শোকবার্তা বহন করে।
১৯৫৭ সালে ই এম এস নাম্বুদিরিপাদের নেতৃত্বে কেরালায় স্থাপিত প্রথম কমিউনিস্ট সরকারের কর, শুল্ক এবং দেবসম দপ্তরে মন্ত্রীত্বের দায়িত্ব পালন করেন গৌরি আম্মা। কেরালায় ভূমি সংস্কারের কাজে তাকে অন্যতম একজন রুপকার বলা হয়।
আজ কেরালার যে চেহারা তা গঠন হবার অনেক আগেই তিনি ত্রিবাঙ্কুর – কোচি বিধানসভায় দুবার নির্বাচিত সদস্য ছিলেন। ১৯৯৪ সালে তিনি সিপিআই(এম) থেকে বহিষ্কৃত হন, এরপরে রাজ্যের ইউ ডি এফ সরকারে এবং অন্যান্য সরকারের সাথেও তিনি কাজ করেছিলেন। শেষ কয়েক বছরে ইউ ডি এফ সম্পর্কে তার মোহমুক্তি ঘটে, তিনি পুনরায় এল ডি এফ’র সাথে যুক্ত থেকেই রাজনীতির কাজ করেছেন।
গৌরি আম্মার স্বামী কেরালায় আরেক অবিসংবাদি কমিউনিস্ট নেতা টি ভি থমাস। ১৯৬৪ সালে অবিভক্ত সিপিআই ভেঙ্গে যাবার পর্বে থমাস সিপিআই’তে রয়ে গেলেও গৌরি আম্মা সিপিআই(এম)-এ যুক্ত হন।
ই এম এস নাম্বুদিরিপাদের নেতৃত্বে ১৯৫৭ সালে কেরালায় যে কমিউনিস্ট সরকার গড়ে উঠেছিল গৌরি আম্মার ছিলেন সেই সরকারের শেষ জীবিত প্রতিনিধি। তার মৃত্যুতে কেরালা নিজের এক মহান সন্তানকে হারাল যাকে বহুজনে শ্রদ্ধা করত।
কেরালার জনসাধারনের সাথে আমিও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।