Logo

Party Education Series (Online): Party Programme

পার্টি শিক্ষা কমিউনিস্ট পার্টির একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধারাবাহিক কর্মসূচি। কোভিড-১৯ মহামারীর পরিস্থিতিতে বড় আকারে জমায়েত করে এধরণের কর্মসূচি (পার্টি ক্লাস, পাঠচক্র) সফল করতে সব্জায়গাতেই কিছু বাস্তব সমস্যা রয়েছে। এই অবস্থায় পার্টি কমরেডদের জন্য সঠিক রাজনৈতিক শিক্ষার গুরুত্ব কমে না, বরং কিছুটা বেড়েই যায়।

তাই ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যাবহার করে বিভিন্ন বিষয়ের উপরে অনলাইন পার্টি ক্লাস আয়োজন করার সিদ্ধান্ত হয়।

অনলাইন (ডিজিটাল) প্ল্যাটফর্ম ব্যাবহার করে পার্টি কমরেডরা নিজেদের পার্টি শিক্ষার কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ওয়েবসাইট www.cpimwb.org.in – এ ধারাবাহিক ভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে পার্টি ক্লাসের ভিডিও দেওয়া হবে। উন্নত পার্টি সদস্য হয়ে ওঠার লক্ষ্যে কমরেডদের জন্য এই ডিজিটাল ক্লাসরুম সহায়ক হবে।

আজ ৭ নভেম্বর মভেম্বর বিপ্লব দিবসে অনলাইন (ডিজিটাল) পার্টি ক্লাসের প্রথম ভিডিও দেওয়া হল।

বিষয়ঃ পার্টি কর্মসূচি

বক্তাঃ সূর্যকান্ত মিশ্র

ভিডিওটি দেখতে নিচের লিংক ব্যাবহার করুন

ডিজিটাল শিক্ষা সিরিজ — ‘পার্টি কর্মসূচী’, বক্তাঃ কমরেড সূর্যকান্ত মিশ্র

Spread the word

Leave a Reply