সরকার শুধু দায়সারাভাবে কনটেনমেন্ট জোন ঘোষণা করে দিয়েই খালাস। এদিকে কনটেনমেন্ট জোন এলাকার মানুষ খেতে পেল কি না সেদিকে তাকানোর সময় নেই সরকারের।
গত ৮ জুলাই জলপাইগুড়ি জেলার বোদনি তে এক জন ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় গোটা এলাকা কনটেনমেন্ট জোন ঘোষণা হয়। বর্তমানে ওই কনটেনমেন্ট জোন এলাকায় ৬ জন সন্তানসম্ভবা আছেন। তারা পুষ্টিকর খাবার পাওয়া তো দূরের কথা , নিয়মিত দুবেলাই খেতে পাচ্ছেন না।
রবিবার বোদণির কনটেনমেন্ট জোনে সিপিআই(এম) নেতৃত্ব নারায়ণ রায়, পীযুষ মিত্র মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ও পরে এলাকার স্বাস্থ্যকর্মী ও পঞ্চায়েত সদস্যের কাছে গিয়ে কনটেনমেন্ট এলাকার মানুষদের জন্য দুবেলা খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য কথা বলেন।
করোনা সংক্রমণ চলাকালীন বাড়ছে অপুষ্টি জনিত শিশুর জন্মের হার। সেদিকে নজর নেই সরকারের।