ওয়েবডেস্কের প্রতিবেদন:
ব্যারিকেড ভেঙে ভাতাড় ১ কৃষকসভার নেতৃত্বে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন। আমফান ঝড়ের ত্রানে স্বজন-পোষণ,দলবাজি, রেশনে চাল চুরির দুর্নীতি, তোলাবাজির বিরুদ্ধে, পরিযায়ী শ্রমিকদের জব কার্ড-এর দাবিতে, ঘরের তালিকা প্রকাশ করতে হবে, বেহাল রাস্তা সংস্কার-এর দাবিতে ও পঞ্চায়েতে পাহাড় প্রমান দুর্নীতির বিরুদ্ধে ইত্যাদি ১৩ দফা দাবির ভিত্তিতে আজ ভাতাড় ব্লক কৃষকসভা পক্ষ থেকে নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান কাছে ডেপুটেশন দেওয়া হয় ।
ডেপুটেশন দিতে যাওয়ার সময় পুলিশ মিছিল আটকালে চরম উত্তেজনা সৃষ্টি হয় ।৬ জন প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয় পঞ্চায়েত প্রধান কোন সদুত্তর দিতে পারি নি ।ডেপুটেশনকে কেন্দ্র করে বলগোনা বাজারে মিছিল ও বিক্ষোভ সভা হয় । আজকের ডেপুটেশনে কৃষকসভা নেতৃত্ব কমরেড সুভাষ মন্ডল, কমরেড নজরুল হক, ও নিত্যানন্দপুর পঞ্চায়েত এলাকার নেতৃত্ব উপস্থিত ছিলেন ।
ভাতাড় ২ এরিয়ার ক্ষেতমজুর ইউনিয়নের ডেপুটেশন কর্মসূচি সাহেবগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতে।
বর্ধমান সদর ২ এরিয়ার আউশা- নবস্থা গ্রামে ক্ষেতমজুরদের মজুরি বৃদ্ধির দাবীতে ক্ষেতমজুরদের কর্মীসভা ও মিছিল। নেতৃত্বে ছিলেন কমরেড জহর দত্ত।
শেয়ার করুন