ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) -এর পলিট ব্যুরো নিম্নলিখিত প্রেস বিবৃতি জারি করেছে
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো ছত্তীসগড় জিআরপি-র দ্বারা মিথ্যা অভিযোগে গ্রেফতার হওয়া সন্ন্যাসিনীদের সঙ্গে দেখা করার জন্য সিপিআই(এম), সিপিআই এবং কেসি(এম)-এর নেতাদের একটি প্রতিনিধি দলকে দুর্গ জেল কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ার ঘটনাকে তীব্রভাবে নিন্দা করছে। স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং ব্যক্তিগত অধিকারের উপর এই আঘাত একেবারেই গ্রহণযোগ্য নয়।
প্রতিনিধি দলটিতে ছিলেন সিপিআই(এম)-এর নেত্রী বৃন্দা কারাট এবং সাংসদ কে রাধাকৃষ্ণন ও এ এ রহিম; সিপিআই নেত্রী অ্যানি রাজা এবং সাংসদ পি পি সুনীর; এবং কেরালা কংগ্রেস (এম)-এর নেতা ও সাংসদ জোস কে মানি। আজ তাঁদের গ্রেফতার হওয়া সন্ন্যাসিনীদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি, যদিও তাঁরা আগেই লিখিতভাবে অনুমতি চেয়েছিলেন। তুচ্ছ ও অবাস্তব অজুহাতে তাঁদের আটকানো হয়। তীব্র প্রতিবাদের পর আগামীকাল তাঁদের দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।
রাজনৈতিক নেতা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের আটক ব্যক্তিদের সঙ্গে দেখা করে তাঁদের অবস্থা জানার অধিকার অস্বীকার করার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে রাজ্য সরকার আইনানুগ প্রক্রিয়া এবং মানবাধিকারের প্রতি কতটা উদাসীন। এটি গণতান্ত্রিক নীতির প্রতি একটি সরাসরি অবজ্ঞা, যা অনুসন্ধানকে স্তব্ধ করে দিতে ও ভিন্নমতকে দমন করতেই একটা পদক্ষেপ। এই ঘটনার মাধ্যমে বিজেপি পরিচালিত কেন্দ্র ও রাজ্য সরকারের স্বৈরাচারী চরিত্র স্পষ্ট হয়ে ওঠে।
সন্ন্যাসিনীদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই এবং এগুলো তাঁদের মৌলিক অধিকারের গুরুতর লঙ্ঘন। তাঁদের গ্রেফতার কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার বৃহত্তর চিত্রেরই অংশ। এই গ্রেফতারের পেছনে একটি স্পষ্ট উদ্দেশ্য রয়েছে, যা বজরং দল-এর ইন্ধনে সংঘটিত হয়েছে। নিজের ধর্ম বিশ্বাস ও চর্চা স্বাধীন ও শান্তিপূর্ণভাবে করার অধিকার, যা আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।