PB Statement

সিপিআই(এম) সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানায়

৮ এপ্রিল, ২০২৫

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

সিপিআই(এম) সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে আন্তরিকভাবে স্বাগত জানায়, যেখানে তামিলনাড়ুর রাজ্যপালের আইনসভায় গৃহীত বিলগুলিতে সম্মতি না দেওয়ার সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করা হয়েছে। আদালতের এই রায় অনুযায়ী, রাজ্যপালের দ্বারা আটকে রাখা দশটি বিল এখন আইনে পরিণত হবে।

সুপ্রিম কোর্ট রাজ্যপালের পদক্ষেপকে 'অবৈধ এবং খামখেয়ালী' বলে আখ্যা দিয়েছে। একবার বিলগুলো বিধানসভায় পাস  হলে আদালত একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে যার মধ্যে রাজ্যপালকে পদক্ষেপ নিতে হবে। এই রায় একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, যা বিরোধী দল শাসিত রাজ্যগুলির রাজ্যপালদের কার্যকলাপের বিরুদ্ধে এসেছে, যারা সংবিধানে নির্ধারিত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধিতা করে কাজ করছেন।

এই রায় এখন কেরালাসহ সমস্ত রাজ্যের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে, যেখানে রাজ্যপালরা বিধানসভা দ্বারা গৃহীত বিলগুলিতে সম্মতি দিতে অস্বীকার করেছেন।

সিপিআই(এম) এই রায়কে স্বাগত জানায়, যা আমাদের সংবিধানে নিহিত যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করতে সাহায্য করবে। সুপ্রিম কোর্টের এই রায় কর্তৃত্ববাদবিরোধী সংগ্রাম এবং রাজ্য সরকারের অধিকারের সুরক্ষাকে আরও মজবুত করবে।


শেয়ার করুন

উত্তর দিন