New-State-Committee

২৬ তম রাজ্য সম্মেলনের ৩য় দিনের অধিবেশন

ওয়েবডেস্ক প্রতিবেদন

১৭মার্চ, ২০২২

গণসংগীত শিল্পী শুভেন্দু মাইতির গানে ২৬তম রাজ্য সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশন আজ (১৭ মার্চ,২০২২) সকাল ১২টায় শুরু হয়।

সম্মেলনের খসড়া রাজনৈতিক–সাংগঠনিক প্রতিবেদনের উপরে প্রতিনিধিদের আলোচনা ২য় দিনেই (১৬ই মার্চ, ২০২২) শেষ হয়।

অধিবেশনের প্রথমে প্রতিনিধিদের আলোচনার উপরে জবাবী ভাষণ পেশ করেন সূর্যকান্ত মিশ্র।

তিনি উল্লেখ করেন, সম্মেলনে পেশ হওয়া খসড়া রাজনৈতিক–সাংগঠনিক প্রতিবেদনের উপরে প্রতিনিধিদের আলোচনা, প্রস্তাবসমুহ এবং লিখিতভাবে নথিভুক্ত সংযোজনী / সংশোধনী’র মধ্যে গ্রহণযোগ্য সবটুকু সমেত রাজ্য সম্মেলনের প্রতিবেদন চুড়ান্ত করা হবে, সেই দলীল প্রকাশিত হবে। পার্টিকে আগামী দিনে অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে লড়াই চালানর সাথেই জনসাধারণের যে অংশ বিভিন্ন সামাজিক বৈষম্যের দ্বারা নিপীড়িত তার প্রতিরোধেও সংগ্রাম পরিচালনা করতে হবে। ধর্মীয় এবং ভাষাগত সংখ্যালঘু মানুষ, আদিবাসী, তফসিলি জাতি – উপজাতি অংশের মানুষদের লড়াই আন্দোলনের ময়দানে সমবেত করে সংগ্রামরত মানুষের মধ্যে থেকে পার্টিতে যুক্ত করতে হবে কমরেডদের। মনে রাখতে হবে ভারতের সমাজ উচ্চবর্ণ হিন্দু পুরুষের আধিপত্যে প্রভাবিত, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই সর্বহারা ও আধা-সর্বহারা শ্রেণীর। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই মানুষদের মধ্যে বিভাজনের রাজনীতি করছে। জাতীয় প্রেক্ষাপট এবং রাজ্যের নির্দিষ্ট পরিস্থিতি অনুযায়ী আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে হবে। সেই লড়াইতে শ্রমিক-কৃষকদের ঐক্য নির্মাণই আমাদের প্রধান লক্ষ্য। আন্দোলন-সংগ্রামে জয়ের অন্যতম শর্ত হল ইস্পাতদৃঢ় পার্টি ঐক্য।

সম্মেলনের মঞ্চে পার্টির হাওড়া  জেলা কমিটির পক্ষে প্রকাশিত বই তুলে দেওয়া হয় পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাতের হাতে। পিপলস ডেমোক্রেসিতে প্রকাশিত প্রবন্ধসমূহের বাংলা অনুবাদ করে কমিউনিস্ট পার্টি @ ১০০ – পার্টির ইতিহাস ১৯২০-১৯৬৪ বইটি প্রকাশ করেছে হাওড়া জেলা কমিটি।  

জবাবী ভাষণ শেষে বিমান বসু নতুন রাজ্য কমিটি প্রস্তাবিত সদস্যদের নামের তালিকা পেশ করেন। সম্মেলনের প্রতিনিধিরা সেই প্রস্তাবে সমর্থন জানান।

২৬তম রাজ্য সম্মেলন থেকে ৮০ জনের নতুন রাজ্য কমিটি নির্বাচিত হয়। ৭৯ জনের নাম নির্বাচিত হয়েছে, ১টি স্থান শুন্য রয়েছে।

নতুন রাজ্য কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে কমরেড মহম্মদ সেলিম রাজ্য সম্পাদক নির্বাচিত হন।     

পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সম্মেলন মঞ্চে এই ঘোষণা করেন।

নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সম্মেলনের প্রতিনিধিদের স্মরণ করিয়ে দেন আগামী ২৮-২৯ মার্চ সাধারণ ধর্মঘটের গুরুত্বপূর্ণ লড়াই রয়েছে – সম্মেলন থেকে ফিরেই সবাইকে সেই লড়াইয়ের প্রস্তুতি-প্রচারের কাজে সক্রিয় হতে হবে। মেহনতি জনগণের প্রতিদিনের লড়াই-সংগ্রামে যুক্ত থেকেই রাজ্যের বুকে অন্ধকারের অবসান ঘটাতে হবে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইতে জয়ী হতে হবে, মানুষের মধ্যে বিভাজনের রাজনীতিকে প্রতিহত করতে হবে। কমিউনিস্টরা কঠিন পরিস্থিতির মোকাবিলায় কখনো হতাশ হন না, তারা মানুষকে সাথে নিয়েই নিজেদের লক্ষ্যে অবিচল থেকে শেষ অবধি লড়াই চালিয়ে যান।

বিদায়ী রাজ্য সম্পাদক কমরেড সূর্যকান্ত মিশ্র নতুন রাজ্য সম্পাদককে অভিনন্দন জানিয়ে ঘোষণা করেন আগামীদিনে সারা দেশে এবং রাজ্যে সিপিআই(এম) মেহনতি মানুষের ন্যায্য দাবীর আন্দোলন সহ সমাজতন্ত্র গড়ার লড়াইতে অবিচল থাকবে।

২৬তম রাজ্য সম্মেলনের সভাপতিমণ্ডলীর সভাপতি কমরেড বিমান বসু সম্মেলনে উপস্থিত প্রতিনিধিবৃন্দ, দর্শক এবং সমস্ত আমন্ত্রিত সদস্যদের অভিন্দন জানান।

আন্তর্জাতিক সঙ্গীতে মুখরিত হয়ে ২৬তম রাজ্য সম্মেলনের শেষ দিনের অধিবেশন সমাপ্ত হয়।   


শেয়ার করুন

উত্তর দিন