৫জুলাই,২০২৩, বুধবার
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে।
মণিপুরে মারাত্মক অশান্তি অব্যাহত রয়েছে। মৃত্যুমিছিলও থামেনি এবং ত্রাণ শিবির এবং অন্যান্য জায়গায় মানুষের দুর্দশাও অপরিবর্তিত। গোটা রাজ্যে অবিশ্বাস ও নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করছে। মণিপুরে ইন্টারনেট বন্ধ রয়েছে,দেশের অন্যান্য অংশ থেকে মণিপুর সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন।দুর্ভাগ্যবশত, বেশিরভাগ মূলধারার মিডিয়া মণিপুরের বিভিন্ন জনগোষ্ঠীর দুর্দশার কথা প্রচার করছে না।‘ডাবল ইঞ্জিন’ সরকারের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ শাসনের দাবি এখন হাড় মজ্জা সমেত উন্মোচিত। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ তাঁর বিশ্বস্ত সহচররা বিরোধী দলগুলিকে দুর্বল করতে এবং মহারাষ্ট্রে দলত্যাগ করাতেই বেশি আগ্রহী।
মণিপুরের জনগণ অবিলম্বে স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধারের প্রধান দাবিতে এবং মুখ্যমন্ত্রীকে অপসারণের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে যিনি বিভাজন মূলক রাজনীতির প্রতীক হয়ে উঠেছেন এবং পদে থাকার সমস্ত বৈধতা হারিয়েছেন।২৫ শে জুন নয়াদিল্লিতে একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যাতে এই দাবিগুলি নিয়েই ১০টি সমমনস্ক রাজনৈতিক দল এবং মণিপুর থেকে জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করেছিলেন।
সিপিআই এবং সিপিআই(এম) এই কনভেনশনে অংশগ্রহণ করে এবং মণিপুরের দুর্দশাগ্রস্ত মানুষের সাথে একাত্মতা প্রকাশ করতে, বাস্তব পরিস্থিতি বুঝতে এবং তাদের সাথে কথা বলার জন্য ৬-৮ জুলাই মণিপুরে ৫ জন সাংসদের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিনিধি দল মণিপুরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনাও করবে। এই প্রতিনিধি দলটি চুরাচাঁদপুর এবং ইম্ফল উপত্যকা উভয় জায়গাতেই সকল জনজাতির মানুষদের সাথে দেখা করবে।প্রতিনিধি দলটি ৭ জুলাই বিকাল ৫ টায় রাজ্যপালের সাথে দেখা করবে এবং ৮ তারিখে সাংবাদিক সম্মেলনে তাদের অভিজ্ঞতা জনসমক্ষে জানাবেন ।
এই প্রতিনিধি দলে থাকবেন বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং জন ব্রিটাস (সিপিআই(এম) থেকে রাজ্যসভার সদস্য) এবং বিনয় বিশ্বম, সন্দোষ কুমার পি এবং কে. সুব্বা রায়ান (সিপিআই থেকে রাজ্যসভা সদস্য)৷