সিপিআই (এম) বীরভূম জেলা কমিটির সম্পাদক ও পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড মনসা হাঁসদা রবিবার রাত ১২-০৫ মিনিটে তাঁর নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন।
কমরেড মনসা হাঁসদা ২০০৩-০৮ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। সমস্ত রাজনৈতিক দলের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। একজন সৎ, নির্ভীক, বলিষ্ঠ নেতৃত্ব হিসাবে তাঁর পরিচিতি ছিল। পরবর্তীতে তিনি পার্টির জেলা সম্পাদকের দায়িত্ব পান। বোলপুরের ধান্যসড়া গ্রামে নিজ বাসভবনেই তাঁর মৃত্যু হয় রবিবার রাত ১২.০৫ টায়। পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য নেতৃত্বের দায়িত্বও তিনি দক্ষতার সাথে পালন করেছিলেন। তৃণমূলী দুষ্কৃতিবাহিনী লাগাতার মনসা হাঁসদার গ্রামে লালঝান্ডার অটুট সংগঠন ভাঙতে হামলার পর হামলা চালালেও সম্মিলিতভাবে তা প্রতিবারই প্রতিরোধ করা হয়েছে। এমন নেতৃত্বের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে জেলার রাজনৈতিক মহলে। মৃত্যুকালে কমরেড মনসা হাঁসদার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দুরারোগ্য রোগে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন। অস্ত্রোপ্রচারও হয়েছিল মাস কয়েক আগে।
শেয়ার করুন