৯ জুলাই,২০২৫
প্রেস বিবৃতিভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ৯ জুলাই ২০২৫ এর সাধারণ ধর্মঘটের সাফল্যের জন্য শ্রমজীবী জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।
একাধিক প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন স্থানে পুলিশ লাঠিচার্জ করেছে এবং শ্রমিকদের ধর্মঘটে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার জন্য নানা ধরনের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হয়েছে। এই সমস্ত দমন-পীড়নের মুখেও সাহসিকতার সঙ্গে শ্রমিক শ্রেণি ধর্মঘটকে সফল করেছে। কৃষক, ক্ষেতমজুর এবং সমাজের অন্যান্য অংশের মানুষও শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
সিপিআই(এম) সমস্ত জনগণকে অভিনন্দন জানায়, যাঁরা শ্রমিক শ্রেণির পাশে দাঁড়িয়ে এই সাধারণ ধর্মঘটকে সাফল্যমণ্ডিত করেছেন। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উচিত শ্রমিক বিরোধী শ্রম কোড এবং নীতির বিরুদ্ধে ওঠা কণ্ঠস্বরকে গুরুত্ব সহকারে শোনা। অবিলম্বে শ্রম আইন সংশোধন প্রত্যাহার করে শ্রমজীবী জনগণের অধিকার রক্ষা করতে হবে।