PB Statement

বম্বে হাইকোর্টের সংবিধান-বিরোধী পর্যবেক্ষণের নিন্দা জানাচ্ছে সিপিআই(এম)

২৫ জুলাই, ২০২৫
প্রেস বিবৃতি

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতিটি জারি করেছে:

গাজায় চলমান ইজরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির অনুমতি মুম্বই পুলিশ না দেওয়ায় পার্টির পক্ষে দায়ের করা আবেদন খারিজ করার সময় বম্বে হাইকোর্টের বেঞ্চ যে পর্যবেক্ষণ দিয়েছে, তার তীব্র নিন্দা করছে সিপিআই(এম)-এর পলিট ব্যুরো।

আবেদন খারিজ করতে গিয়ে, আদালত এমন পর্যবেক্ষণ দেয় যা পার্টির দেশপ্রেমকেই প্রশ্নের মুখে ফেলে। হাস্যকর বিষয়, ওই বেঞ্চ হয়তো ভারতের সংবিধানের সেই বিধান সম্পর্কে অবহিত নয় যা একটি রাজনৈতিক দলের অধিকারকে সুরক্ষা দেয়, কিংবা আমাদের দেশের ইতিহাস এবং আমাদের জনগণের প্যালেস্তিনীয়দের প্রতি সংহতি ও তাদের স্বদেশের ন্যায্য অধিকারের সমর্থনের ধারাবাহিকতা সম্পর্কেও জানে না। এই পর্যবেক্ষণগুলি স্পষ্টভাবে কেন্দ্রীয় সরকারের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক রাজনৈতিক পক্ষপাতিত্বের পরিচয় বহন করে।

বেঞ্চ মন্তব্য করেছে:
“আপনারা জানেন না, এতে কী বিপত্তি ঘটতে পারে। আপনারা যদি প্যালেস্তাইন পক্ষে বা ইজরায়েলের পক্ষে যান—কি দরকার এই সবের? যে দলের আপনারা প্রতিনিধিত্ব করছেন, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনারা বুঝতে পারছেন না, এতে দেশের পররাষ্ট্রনীতিতে কী প্রভাব পড়তে পারে।”
আদালত আরও বলে:

“আপনারা একটি ভারতে নথিভুক্ত সংগঠন। আপনাদের পক্ষে জঞ্জাল, দূষণ, নিকাশি, বন্যা ইত্যাদি বিষয়গুলি নিয়ে দাবি তোলা উচিত। আমরা কেবল উদাহরণ দিচ্ছি। এসবের বদলে আপনারা প্রতিবাদ করছেন এমন একটি বিষয়ে, যা দেশের হাজার হাজার মাইল বাইরে ঘটছে।”

এই পর্যবেক্ষণ উপেক্ষা করে যে মহাত্মা গান্ধী গত শতাব্দীর ৪০-এর দশকে, আমাদের জাতীয় আন্দোলন এবং স্বাধীন ভারতের পররাষ্ট্রনীতি কখনও প্যালেস্তিনীয়দের স্বাধীনতা ও স্বদেশের অধিকারের প্রশ্নে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। এটি আরও স্পষ্ট করে দেয় যে আদালতের উক্ত বেঞ্চ উপলব্ধি করতে পারছে না যে গোটা বিশ্বই ইজরায়েলের এই কার্যকলাপের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে এবং রাষ্ট্রসংঘ ও আন্তর্জাতিক ন্যায় আদালতও তাদের নিজ নিজ অবস্থান স্পষ্ট করেছে।

আমরা দেশের সমস্ত স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় মানুষদের কাছে আহ্বান জানাচ্ছি, এই নিন্দনীয় মনোভাবকে নির্দ্বিধায় ও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করুন।


শেয়ার করুন

উত্তর দিন