Logo oF Communism

কমরেড গনেশ শংকর বিদ্যার্থি’র মৃত্যুতে পলিটব্যুরোর শোকপ্রকাশ

কমরেড গনেশ শংকর বিদ্যার্থি

তারিখঃ মঙ্গলবার - ১২ জানুয়ারি, ২০২১

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- এর পলিটব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছেঃ

প্রবীণ কমিউনিস্ট এবং পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য কমরেড গনেশ শংকর বিদ্যার্থি’র মৃত্যুতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- এর পলিটব্যুরো গভীর শোক প্রকাশ করেছে। কিছুদিন আগেই তাকে পাটনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল, গতরাতে তিনি সেখানেই মারা যান। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬।

মাত্র ১৭ বছর বয়সে ছাত্রাবস্থাতেই তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়েছিলেন।তিনি সবার কাছে গনেশদা বলে পরিচিত ছিলেন। ১৯৪২ সালে তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে যুক্ত হন একজন সাধারণ সদস্য হিসাবে, সেই থেকে দীর্ঘ আট দশক সময়ে তিনি নিজেকে সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক এবং পরে কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেন।  

জমিদার পরিবারের সন্তান হয়েও কমরেড গনেশ শংকর বিদ্যার্থি জমিহারা এবং প্রান্তিক চাষিদের স্বার্থে লড়াই – সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছিলেন। স্বাধীনতা সংগ্রাম চলাকালীন এবং পরে স্বাধীন ভারতেও এই লড়াই – সংগ্রামে যুক্ত থাকার ফলে তাকে ছ-বছর গ্রেফতার বরন করে জেলে কাটাতে হয়।

তিনি দুবার বিধায়ক নির্বাচিত হন এবং একটি পর্বে লেজিসলেটিভ কাউন্সিলের সদস্যও ছিলেন। তার ব্যাক্তিত্ব ছিল অমায়িক। বিহারের রাজনৈতিক পরিমন্ডলে তিনি সবার কাছেই যথেষ্ট শ্রদ্ধার মানুষ ছিলেন।

তিনি সারাজীবন অত্যন্ত সহজ সরল, অনাড়ম্বর জীবন যাপন করেছেন। জীবন যাপনের পথে তার কষ্টসহিষ্ণুতা উল্লেখযোগ্যতা।

এই সময়ে তার চলে যাওয়া বিহারে বাম আন্দোলনের জন্য এক বড় ক্ষতি।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- এর পলিটব্যুরো কমরেড গনেশ শংকর বিদ্যার্থির সন্তানদের উদ্দেশ্যে সমবেদনা জানাচ্ছে। এই সমবেদনার প্রসঙ্গে বিহারে পার্টির রাজ্য কমিটি এবং সেই রাজ্যের সকল পার্টি সদস্যদই একসুত্রে চলে আসেন।


শেয়ার করুন

উত্তর দিন