সুপ্রিম কোর্ট ভৎর্সনা করে বলে, ১৭ মার্চের মধ্যে টেলিকম সংস্থা গুলি স্পেকট্রাম ব্যবহারের চার্জ ও লাইসেন্স ফি বাবদ কেন্দ্রীয় সরকারের পাওনা মিটিয়ে না-দিলে আদালত অবমাননার দায়ে পড়বেন সংস্থার কর্ণধারেরা। কেন্দ্র এরপর আরও একধাপ এগিয়ে টেলিকম সংস্থা গুলিকে জানায় শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সব টাকা মেটাতে হবে। প্রশ্ন হলো, সুপ্রিম কোর্ট কার্যত ১৭ মার্চ ২০ পর্যন্ত সময় দেওয়ার পরেও, কেন্দ্র তড়িঘড়ি কিভাবে শুক্রবার টাকা মেটাতে বলে!!!
বিএসএনএল সংস্থা যখন সংকটে, ভোডাফোন-আইডিয়া আগেই জানিয়েছে তারা টাকা দিতে পারবে না। প্রয়োজনে তারা ব্যবসা গুটিয়ে ফেলবে। তাহলে কী আম্বানিদের জিও’কে বাড়তি সুবিধা দিতেই এই পদক্ষেপ? প্রশ্ন থেকেই যাচ্ছে… আরও পড়তে নিচের লিংক ব্যবহার করুন
শেয়ার করুন