রাজপথ জুড়ে কলকাতার রাস্তায় ৮ টি বড় কেন্দ্রীয় মিছিল ....
মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০২০ :
ওয়েবডেস্কের প্রতিবেদন :
কলকাতায় ৮টি কেন্দ্রীয় মিছিল
CPI(M) কলকাতা জেলা কমিটির আহ্বানে
দিল্লির কৃষক আন্দোলনের সংহতিতে, ও অত্যাবশ্যকীয় পণ্য আইন বাতিলের বিরুদ্ধে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল।
মিছিল ঘিরে সাধারণ মানুষের উৎসাহ সহ নতুন প্রজন্মের যুবক যুবতীর যোগদান ছিল চোখে পরার মত।
১) গোলপার্ক থেকে হাজরা মোড়
ভায়া রাসবিহারী এভিনিউ ,উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দল নেতা,সুজন চক্রবর্তী
২) ধাপা-মাঠপুকুর থেকে এন্টালি মার্কেট
ভায়া বামুনপাড়া বাজার
৩) উল্টোডাঙ্গা থেকে বেলেঘাটা সি.আই.টি মোড়
ভায়া কাঁকুড়গাছি, ফুলবাগান
৪) শোভাবাজার মেট্রো স্টেশন থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন
ভায়া শ্যামবাজার, R G কর হাসপাতাল